শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে প্রথম আলোর দুঃখপ্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পত্রিকা প্রকাশ করতে না পারা ও অনলাইন পোর্টাল বন্ধ থাকায় পাঠকদের কাছে দুঃখপ্রকাশ করেছে প্রথম আলো কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তাই শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। এজন্য পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ বিষয় পাঠকদের সহযোগিতা প্রার্থনা করেছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X