বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার জ্বালানি বর্জনের পথে ইউরোপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম
রাশিয়ার জ্বালানি বর্জনের পথে ইউরোপ
expand
রাশিয়ার জ্বালানি বর্জনের পথে ইউরোপ

রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশগুলো। সোমবার (২০ অক্টোবর) ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কাউন্সিল জানিয়েছে, প্রাথমিকভাবে মস্কো থেকে জ্বালানি আমদানি ধাপে ধাপে কমিয়ে আনা হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করা হবে।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাশিয়া তেল বিক্রির অর্থ ব্যবহার করছে ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য।

গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প বলেন, “ইউরোপ যদি রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে, যুদ্ধ থেমে যাবে।” তার দাবি, গত এক বছরে ইউরোপে তেল ও গ্যাস বিক্রি করে রাশিয়া প্রায় ১১০ কোটি ইউরো আয় করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউরোপীয় কাউন্সিলের এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের চাপই অন্যতম কারণ হতে পারে।

অন্যদিকে, ট্রাম্প ইতোমধ্যে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপরও উচ্চ শুল্ক আরোপ করেছেন। তিনি সতর্ক করেছেন, দিল্লি যদি মস্কোর সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যায়, তাহলে সেই শুল্ক বহাল থাকবে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, “রাশিয়ার আচরণ দেখে মোটেও মনে হয় না তারা শান্তি চায়।” তিনি ইঙ্গিত দেন, মস্কোর বিরুদ্ধে আরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে চায়।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন