বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি রাবারের দরপতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
গাছ থেকে রাবার সংগ্রহ করার দৃশ্য: ফাইল ছবি
expand
গাছ থেকে রাবার সংগ্রহ করার দৃশ্য: ফাইল ছবি

চীনের অটোমোবাইল খাতে তীব্র মূল্য প্রতিযোগিতা এবং গাড়ির দাম কমার কারণে প্রাকৃতিক রাবারের চাহিদা হ্রাস পেয়েছে। এতে রাবারের আন্তর্জাতিক বাজারেও দরপতন লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুটা সীমিত প্রভাব পড়েছে কারণ কাঁচামালের ঘাটতির আশঙ্কা থেকে দাম পুরোপুরি কমে যায়নি।

ওসাকা এক্সচেঞ্জে ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম সোমবার প্রতি কেজিতে ০.৩ ইয়েন বা ০.১ শতাংশ কমে ৩১৪.৮ ইয়েনে (প্রায় ২.১৪ ডলার) নেমেছে। অন্যদিকে, সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে জানুয়ারির সরবরাহের জন্য রাবারের দাম টনে ৩০ ইউয়ান বা ০.১৯ শতাংশ বেড়ে ১৫,৮৬০ ইউয়ানে (প্রায় ২,২১৭ ডলার) পৌঁছেছে।

শীর্ষ রাবার উৎপাদক থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ১–৬ সেপ্টেম্বর ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের ঝুঁকি রয়েছে। এতে প্রাকৃতিক রাবারের উৎপাদন ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন