বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই দশক পর আবারও সচল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রায় ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক পুনরায় বসতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় এই দুই দিনব্যাপী সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে অংশ নেবেন সে দেশের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং পারস্পরিক যোগাযোগ উন্নত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে আলোচ্যসূচি প্রস্তাব দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—পররাষ্ট্র, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বেজা ও বিডা। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে পাকিস্তানের বাজারে বাংলাদেশের পাটজাত পণ্য, চা, ওষুধ, বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রী রপ্তানির সুযোগ বাড়ানো।

২০০৫ সালে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখন দুই দেশের বাণিজ্য ২০০ মিলিয়ন ডলার থেকে ২০০৭ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক হয়েছিল। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পরবর্তী সময়ে এই উদ্যোগ থেমে যায়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছে। গত আগস্টে দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় বৈঠক করে জেইসি পুনরায় চালুর প্রস্তাব দেন। বিশ্লেষকদের মতে, আসন্ন বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন