রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেসিসের ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট–টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়
expand
কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. রাশেদুল মাজিদ। সভায় উপস্থিত ছিলেন কমিটির মেম্বার ইন-চার্জ ও বেসিস অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. জুয়েল।

সভা শুরুর আগে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারী সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস খাতের বিকাশ, কনটেন্ট ব্র্যান্ডিং জোরদার এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় কমিটির কাঠামো পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। এ সময় সদস্যরা টার্মস অব রেফারেন্স (ToR) অনুযায়ী সাব-কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির চূড়ান্ত কাঠামো ও দায়িত্ব বণ্টন পরবর্তী সভায় নির্ধারণ করা হবে।

সভা শেষে কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ বলেন, ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট সার্ভিসেস খাত দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই কমিটির মাধ্যমে একটি সুসংগঠিত ও সময়োপযোগী কর্মপরিকল্পনা তৈরি করা হবে, যা বেসিস সদস্যদের টেকসই উন্নয়ন ও ব্র্যান্ডিং সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

মেম্বার ইন-চার্জ মো. জুয়েল বলেন, এই কমিটি শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বেসিস সদস্যদের জন্য বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় মোট ১৭ জন সদস্য অংশ নেন। এর মধ্যে পাঁচজন সরাসরি এবং ১২ জন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম খান, পার্থ সারথি সাহা এবং রাশেদুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত ছিলেন কো-চেয়ার এ এস এম রফিক উল্লাহসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

সভাটি সঞ্চালনা করেন বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ. এম. ইমাম হাসান, যিনি সেক্রেটারিয়েট ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X