

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম দাঁড়িয়েছে ২,০৮,৯৯৬ টাকা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।
তবে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার মূল্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের তুলনায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৮,৩৮৬ টাকা কমানো হয়েছে। অর্থাৎ, প্রতি ভরিতে এখন ক্রেতাদের দিতে হবে ২,০৮,৯৯৬ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
