বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাম বাড়ল জেট ফুয়েলের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
জেট ফুয়েল
expand
জেট ফুয়েল

অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম পূর্বের ৯৬.৯ টাকা থেকে বাড়িয়ে ৯৯.২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দেশি ও বিদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার দাম ০.৬৩৩৩ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ০.৬৫৪৫ ডলার হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া কিছুটা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন এই মূল্য বুধবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যার আগে কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিবছর প্রায় ৬ লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চাহিদা মেটাতে ব্যবহৃত হয়।

এছাড়া দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান কনডেনসেট পরিশোধনের মাধ্যমে সীমিত পরিমাণ জেট ফুয়েল উৎপাদন করে বিপিসিকে সরবরাহ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন