শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মার ইলিশ যাচ্ছে ভারত, প্রথম চালানে ৩৭.৪৬ টন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
পদ্মার ইলিশ যাচ্ছে ভারতে
expand
পদ্মার ইলিশ যাচ্ছে ভারতে

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ সাতটি ট্রাকে ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছে দেয়।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ এবং লাকী ট্রেডিং।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, প্রথম দিনে ভারতে পৌঁছানো ইলিশ মাছ কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান আমদানি করেছে। সেগুলো হলো- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।

দুর্গাপূজা উপলক্ষে এই বছর ভারতে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। মোট ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে: ১টি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে, মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে, মোট ৩৬০ টন, ২টি প্রতিষ্ঠান ২০ টন করে, মোট ৪০ টন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন