

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে আয়োজনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা।
শনিবার বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হুমায়ুন কবীর, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ কখনোই গ্রহণ করবে না বলে তারা মন্তব্য করেন।
জামায়াতের পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবি হলো:
১.আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে আয়োজন করা। ২.উচ্চ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা। ৩.অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। ৪.বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর নির্যাতন, গুম, হত্যা ও গ্রেপ্তার বন্ধ করা। ৫.ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, গুম ও দমননীতির বিচার করা।
বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও ভোটাধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। জনগণের ঐক্যই পরিবর্তনের পথ তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
