শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে শাপলা নিয়েই অংশ গ্রহণ করবো : সারজিস আলম

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম
expand
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি কখনো মেনে নেবে না। আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপি তাদের প্রতীক ‘শাপলা’ চেয়েছিল, তখন সেটি দিতে নানা টালবাহানা শুরু করা হয়েছে।

তিনি বলেন, “বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে। এখন আমরা মনে করি, এনসিপি কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা বরদাশত করবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা ‘শাপলা’ প্রতীক চাই এবং আগামী নির্বাচনে এই প্রতীক নিয়েই অংশগ্রহণ করব। যদি শাপলা না দেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করব।”

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম আরও বলেন, “আমরা মনে করি, শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শাপলা আমাদের প্রাপ্ত প্রতীক। প্রয়োজনে এনসিপি রাজপথে নামবে। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের কথা ভাবা যায় না।”

তিনি আরও বলেন, “বর্তমান জুলাই সনদ এখনো অসম্পূর্ণ। এই সনদ দিয়ে দায়সারা মনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজন করতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের চিন্তা করতে হবে।”

সারজিস আলম বলেন, “যে জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের স্বাক্ষর নেই, এবং যেসব রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী দলের স্বাক্ষরও নেই—সে সনদ অসম্পূর্ণ থেকে যায়।”

সমন্বয় সভায় জেলা এনসিপির সমন্বয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন