

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সখীপুর উপজেলায় দলের বর্ধিত সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কাদের সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান।
সভায় নেতা-কর্মীদের বক্তব্য শোনার সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে পড়েন কাদের সিদ্দিকী। সঙ্গে থাকা কর্মীরা দ্রুত তাকে গাড়িতে করে নিজ বাসভবনে নিয়ে যান। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।
আব্দুস ছবুর খান জানান, কাদের সিদ্দিকী চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হবে। তবে বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    