

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের যুবক সোলায়মান হোসেন (২২) গত শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। চার দিন কেটে গেলেও এখনো তার খোঁজ মিলছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, সোলায়মান ঢাকার সাভারে আল-মুসলিম গার্মেন্টসে চাকরি করতেন এবং স্থানীয় গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন দুপুরে তিনি কর্মস্থল থেকে খাবারের জন্য বের হন, কিন্তু আর ফেরেননি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সোলায়মানের চাচা হামিদুল ইসলাম জানান, “প্রতিদিনের মতো সে অফিসে গিয়েছিল। দুপুরে বের হওয়ার পর আর ফিরে আসেনি। রাতে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি, ফোনও বন্ধ পাই। পরে সাভার থানায় জিডি করেছি।”
বাবা ইসমাইল হোসেন বলেন, “আমার ছেলে পরিশ্রমী ও সৎ। তার কোনো শত্রু নেই। আমরা শুধু চাই, সে যেন নিরাপদে বাড়ি ফিরে আসে।”
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নিখোঁজের ঘটনায় এখনো কোনো স্পষ্ট সূত্র পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অনুসন্ধান চালানো হচ্ছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    