

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম যুগ্ম সম্পাদক এম আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা এনসিপির আয়োজনে শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান স্বপন বলেন, সুনামগঞ্জ চকবাজারে তার চার শতক জমি রয়েছে। তিনি আত্মীয়দের সাময়িকভাবে সেখানে থাকতে দিয়েছিলেন। পরবর্তীতে পাকা ঘর নির্মাণের জন্য তাদের সরে যেতে বললে একপক্ষ রাজি হয়, কিন্তু আরেকপক্ষ নাসির নামের একজন যেতে অস্বীকার করে। অভিযোগ করা হয়, নাসির স্থানীয় আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদের সহযোগিতায় তার ভাই কালাম ও ভাতিজা জুয়েলসহ কয়েকজনকে নিয়ে স্বপনের বিরুদ্ধে মানববন্ধন করে এবং উল্টো তাকে ‘দখলদার’ আখ্যা দিয়ে অপপ্রচার চালাতে থাকে।
তিনি বলেন, আমি আগে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম, বর্তমানে এনসিপির সঙ্গে আছি এবং ঢাকায় ব্যবসা-বাণিজ্য করছি। সুনামগঞ্জ-৫ আসনে আগামী সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করায় বিএনপি ও আওয়ামী লীগ মিলিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
তিনি আরও দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, এলাকার অস্থায়ী নৌকাঘাট থেকে আয় হওয়া অর্থের একটি অংশ স্থানীয় সাতটি প্রতিষ্ঠান যেমন মসজিদ ও মাদ্রাসায় দেওয়া হয়। তবে এনসিপি নেতা আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে নৌকাঘাট দখলের বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    