বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম
expand
শেরপুরে মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ২১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

এর আগে, একইদিন ভোরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেন (৩৭), ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার খড়িয়াপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় তল্লাশী চালিয়ে আনোয়ার হোসেনের হেফাজতে থাকা ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার মাদক কারবারিকে দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন