সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
7715
expand
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেল পুঠিয়া উপজেলার বানেশ্বরে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন স্থানীয় বিএনপির কর্মসূচি থেকে দূরে এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নেন।

বক্তারা দাবি করেন, তার পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, ত্যাগী ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দিতে হবে।

লিখিত বক্তব্যে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা জানান, রাজশাহী-৫ আসনে বহু অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের সংকটকালে মাঠে ছিলেন। অথচ তৃণমূলের নেতাকর্মীদের অজানা একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভের জন্ম দিয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনে নির্যাতিত, মামলা হামলার শিকার এমন ৫ জন মনোনয়ন প্রত্যাশী নেতা ছিলেন এদের মধ্যে থেকে কাউকে মনোনয়ন না দিয়ে যার নামে কোন মামলা নেই এমন একজনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।

মনোনয়ন বঞ্চিত মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ রুকুনুজ্জামান আলম, মোঃ জুলফার নাইম মোস্তফা বিস্ময় , মোঃ ইসফা খায়রুল হক (শিমুল), মোঃ গোলাম মোস্তফা।

বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রতি অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাকে প্রার্থী করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির সদস্য ও পঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক এর পক্ষে পুঠিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, রাজশাহী জেলা শ্রমীকদলের সভাপতি রোকুনজ্জামান আলম এর পক্ষে পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, জুলফার নাঈম মোস্তফা বিস্ময় এর পক্ষে ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, ইসফা খায়রুল হক শিমুল এর পক্ষে মুক্তাদির হোসেন মন্টু, সহ পুঠিয়া দুর্গাপুর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন