

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ হাসিনাকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘স্ত্রী’ সম্বোধন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
ওই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
অনুষ্ঠানের একপর্যায়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বক্তব্য দিতে গিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বক্তব্যটি শেষ হতেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাসাহাসি শুরু হয়। পরে তিনি তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন। ঘটনার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, আলোচনা সভাটি আমি পরিচালনা করছিলাম। বক্তব্য দিতে গিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে ভুলবশত শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমি সঙ্গে সঙ্গে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন