

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মালেকের মনোনয়নপত্র আপিলের মাধ্যমে পুনর্বহাল হয়েছে। ফলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হাফেজ আব্দুল মালেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আপিল করেন।
আপিল শুনানি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে হাফেজ মোঃ আব্দুল মালেক বলেন, “ন্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আপিল কর্তৃপক্ষ সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দিয়েছেন। এখন আমি জনগণের দ্বারে দ্বারে গিয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে চাই।”
তার প্রার্থিতা পুনর্বহালের ফলে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী মাঠ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য করুন
