বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এসিল্যান্ড-ইউএনও থাকাকালীন অসুস্থ হওয়াটাই একটা অপরাধ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
expand
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকার কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাঁর মারা যাওয়া নিয়ে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

বুধবার ( ১৪ জানুয়ারি) যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজের ফেসবুক পেইজে তাঁর অনুভূতি প্রকাশ করেন।

ইরুফা সুলতানা ফেসবুকে লেখেন, কারও কোন ক্ষতিই হলো না। হলো শুধু একজনের। আজীবনের। যার কোন ক্ষতিপূরণ নেই। এই বয়সে মেয়েটা মা হারা হলো। ওকে দেখলেই বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করছি। একজন ইউএনও যে কি পরিমাণ মানসিক প্রেসারের মধ্যে দিয়ে যায় তা অভাবনীয়। আজ জুনিয়র সহকর্মীদের বলছিলাম এসিল্যান্ড-ইউএনও হলে বছরে একবার বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ আছে।

তিনি স্ট্যাটাসে আরও বলেন, এসিল্যান্ড-ইউএনও থাকাকালীন অসুস্থ হওয়াটাই একটা অপরাধ। নির্বাচনের মাত্রাতিরিক্ত প্রেসার নেয়াটাও বেশ চ্যালেঞ্জিং। তার মধ্যে লেডি অফিসারদের জন্য আরও কঠিন। একজন অফিসার হিসেবে তাদের যেমন দায়িত্ব থাকে তেমন ঘরকন্যা বা মা হিসেবেও দায়িত্ব থাকে। নিজের জন্যও কিছু সময় রাখতে হয়, শারীরিক-মানসিক সুস্থতার জন্য। মাঝে মাঝে ঘুরতে যেতে হয়, নিজেকে সময় দিতে হয়, রেগুলার মেডিকেল চেক আপ করতে হয়। কিন্তু আমাদের সময়ের অভাব, বড্ড অভাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X