

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে চলমান শৈত্যপ্রবাহের বিস্তৃতি আজ তুলনামূলকভাবে কমে এসে পঞ্চগড় অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহের প্রবণতা দেখা দিতে পারে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ১০ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ আজ সবচেয়ে কম এলাকায় প্রভাব ফেলেছে। একই সঙ্গে রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
টানা সাত দিন ধরে দেশের সবচেয়ে কম তাপমাত্রা তেঁতুলিয়াতেই রেকর্ড হচ্ছে। গত সোমবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।
চলতি জানুয়ারির শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে দেশে পাঁচ দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র আকার নিতে পারে।
মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি আবার পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৃহস্পতিবার থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঢাকায় আবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন

