

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ যৌথ সংবাদ সম্মেলন করতে যাচ্ছে ১১ দল। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসবেন। ওই বৈঠকেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বিকেল বা সন্ধ্যার দিকে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলন থেকেই কোন দল কতটি আসনে সমঝোতায় পৌঁছেছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
১১ দলের মধ্যে অন্তত ৪টি দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে এই বৈঠক ইসলামী আন্দোলন নাও থাকতে পারে বলে সূত্র জানিয়েছে। সংবাদ সম্মেলন বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পারে।
মন্তব্য করুন

