

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারির শুরুতে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে। নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে একদিন অতিরিক্ত ছুটি নিতে পারলে টানা ৪ দিনের অবকাশ মিলবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার কথা রয়েছে। তবে দিনটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৪ ফেব্রুয়ারি যদি শবে বরাত হিসেবে নির্ধারিত হয়, সেক্ষেত্রে পরদিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই সরকারি কর্মচারীরা ৪ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এই হিসাবে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ১ দিন ছুটি ম্যানেজ করেই সরকারি চাকরিজীবীরা দীর্ঘ অবকাশের সুযোগ পাবেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শবে বরাত উপলক্ষে ঘোষিত ছুটি চাঁদ দেখা সাপেক্ষে কার্যকর হবে।
মন্তব্য করুন

