বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পিএম
র‍্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির ৩ শিক্ষার্থীকে বহিষ্কার
expand
র‍্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থীকে পৃথক মেয়াদে বহিষ্কার করা করেছে। বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা বোর্ডের সভায় র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ গৃহীত হয়।

বুধবার (২৯ অক্টোবর) পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ‎ অফিস আদেশে বলা হয়েছে, র‍্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান, সংঘটিত করা, সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে পবিপ্রবির শহীদ জিয়াউর রহমান হল-১ এর কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খানকে (সুপ্ত) দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে। একই অভিযোগে সহযোগীতা করার কারণে মাৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদ শহীদকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।

এ ছাড়াও ঘটনার মূল উস্কানিদাত্রী এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করায় কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশাকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। ‎ আদেশে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কার মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা কোন হলে অবস্থান করতে পারবেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন