

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপায় মাদ্রাসা ছাত্রী জান্নাতুল ফেরদৌস ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গত ২১ জুন গোলখালী নূরে মদিনা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রী জান্নাতুলের রহস্যজনক মৃত্যু ঘটে। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে, জান্নাতুল সাপের কামড়ে মারা গেছে। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা আলী আকবর চলতি বছরের ২৯ জুন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় মাদ্রাসার পরিচালক মাসুদুর রহমানকে প্রধান আসামি এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ২নং আসামি করা হয়। আদালতের নির্দেশে গলাচিপা থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।
চার মাস পর অবশেষে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
নিহত জান্নাতুল ফেরদৌস পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের আলী আকবরের মেয়ে। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
