

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (আইএফআরসি)”—এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে “বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহোন্ত।
সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান নুসরাত তাবাসসুম মিমি,নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলাম।
ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় বন্যা ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় উদ্যোগ এবং সম্প্রদায়ভিত্তিক টেকসই কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিট এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
