

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্থানীয় জনগণ সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বাউফল ফুটবল একাডেমি ক্লাব ও ব্যাক স্টেট ভয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে বাউফল পাবলিক মাঠের সামনে রাস্তায় সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। বক্তারা বলেন, খেলার মাঠ একটি জনকল্যাণমূলক স্থান। এখানে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পরিবর্তে বাণিজ্য মেলা বসানো জনস্বার্থের পরিপন্থী।
মেলা চলাকালীন উচ্চ শব্দ, যানজট ও অনৈতিক কর্মকাণ্ড হবে যার কারণে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়বেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, ফয়সাল সিকদার, রুমেন সিকদার, জাকির হোসেন, মাহবুব হোসেন, সাহেদ সিকদার, সাইফ উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে পাবলিক মাঠ থেকে বাণিজ্য মেলা বন্ধ করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
