

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাটের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা খেয়াঘাট সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কলিম উল্লাহ, ডাকুয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক মাহমুদ হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্না ও ছাত্র প্রতিনিধি মো. নাসির উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাটের অবকাঠামো নাজুক অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা ভোগান্তিতে পড়ছেন। অবিলম্বে সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারের ছয় দফা দাবি তুলে ধরা হয়-
১. খেয়াঘাটে সর্বোচ্চ ভাড়া ৫ টাকা নির্ধারণ করতে হবে।
২. প্রতি এক ঘণ্টা অন্তর ফেরি চলাচল নিশ্চিত করতে হবে এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ফেরি ছাড়তে হবে।
৩. ফেরি ও খেয়ায় ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে।
৪. ঘাট এলাকায় পর্যাপ্ত আলো, নিরাপত্তা ও পাকা রাস্তার ব্যবস্থা করতে হবে।
৫. শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের ভাড়া মওকুফ করতে হবে।
৬. যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি খেয়ায় ২০-২৫ জনের বেশি পারাপার করা যাবে না।
বক্তারা আরও বলেন, এটি শুধু অবকাঠামোগত সমস্যা নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
