শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খেলার মাঠ-আবাসিক এলাকায় বানিজ্য মেলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক মাঠে বানিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল সমালোচনা।

স্থানীয় সচেতন মহল ও ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, এই মাঠ জনসাধারণের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জায়গা, কিন্তু এখন তা ব্যবসায়িক মেলায় রূপ নিয়েছে।

ফেসবুকে অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—কাজী সাইম বলেন এই বানিজ্য মেলা বন্ধ হওয়া উচিত আবসিক এলাকায় কোন ধরনের বানিজ্য মেলা হতে পারেনা। কামরুল হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারি লিখেছেন এই মেলার কারনে বাউফলে হয়তবা চুরি, ছিনতাই, মাদক, সবকিছু বাড়বে এতে কোন সন্দেহ নাই। অতএব আমরা এই আকাইম্মা বিনোদন চাইনা।

আবদুস ছালাম লিখেছেন “পাবলিক মাঠ জনগণের, ব্যবসার নয়।” কেউ কেউ মন্তব্য করেছেন, “স্কুল-কলেজের শিক্ষার্থীদের খেলার মাঠ এখন দোকানের সারিতে পরিণত হয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, মেলার কারণে মাঠের মূল উদ্দেশ্য নষ্ট হচ্ছে, চারপাশে সৃষ্টি হচ্ছে শব্দদূষণ ও বর্জ্য সমস্যা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে উচ্চ শব্দের গান বাজানোয় শিক্ষার্থী ও শিশুদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটবে।

একজন স্থানীয় অভিভাবক বলেন, “এই মাঠে আমাদের সন্তানরা খেলাধুলা করত, এখন সেখানে দোকান আর সাউন্ডবক্সে ভরে গেছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “আমি এ ধরনের কোন বানিজ্য মেলার অনুমতি দিইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন