শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাউফল পাবলিক মাঠে বাণিজ্য মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পিএম
expand
বাউফল পাবলিক মাঠে বাণিজ্য মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে আয়োজিত বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসকের (ডিসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, বাউফল পাবলিক মাঠটি দীর্ঘদিন ধরে জনসাধারণের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকারি-বেসরকারি আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সেখানে বাণিজ্য মেলা আয়োজনের কারণে মাঠের ক্ষতি হচ্ছে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, এসব মেলায় রাতভর উচ্চ শব্দে গান-বাজনা চলে, যা এলাকার পরিবেশ ও তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, “মাঠটি আমাদের এলাকার প্রাণ। এখানে মেলা হলে খেলাধুলা বন্ধ হয়ে যায়, এবং চারপাশে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।”

আবেদনকারীরা জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন, বাউফল পাবলিক মাঠে ভবিষ্যতে যেন কোনো বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি না দেওয়া হয় এবং মাঠটি যেন শুধু জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, “আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “আমি এ ধরনের কোনো মেলার অনুমতি দেইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন