শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় নিষেধাজ্ঞার মাঝেও চলছে  ইলিশ বিক্রি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
expand
গলাচিপায় নিষেধাজ্ঞার মাঝেও চলছে  ইলিশ বিক্রি

সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও পটুয়াখালীর গলাচিপায় থেমে নেই অবৈধ ইলিশ শিকার ও বিক্রি।

দিন-রাতের ব্যবধানে নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে গোপনে বেচাকেনা চলছে। প্রশাসনের অভিযান থাকলেও দালালদের মাধ্যমে নির্দিষ্ট ক্রেতার কাছে মাছ পৌঁছে দেওয়া হচ্ছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে চরবিশ্বাস ইউনিয়নের নোমোর স্লুইসগেট এলাকায় গিয়ে দেখা যায়, সদ্য ধরা ইলিশ দালালদের হাতে তুলে দিচ্ছে জেলেরা। স্থানীয়দের অভিযোগ, এখানে অপরিচিত কেউ মাছ কিনতে গেলে বাধা দেওয়া হয়—সব কিছু চলে ফোনে যোগাযোগ আর গোপন লেনদেনের মাধ্যমে।

চরবাংলা, চরআগস্তি, চরকাজল ও নোমোর স্লুইসগেটসহ অন্তত ১০টি এলাকায় একই চিত্র দেখা গেছে। প্রশাসনের অভিযান চললেও একদল জেলে পাল্টা কৌশলে অন্য এলাকায় চলে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকজনের ছত্রছায়ায় পুরো বিষয়টি পরিচালিত হচ্ছে।

অন্যদিকে পানপট্টি ও বদনাতলী নদীতেও জেলেদের জাল ফেলতে দেখা গেছে রাতের আঁধারে। প্রশাসনের ট্রলার দেখা মাত্রই তারা সংরক্ষিত বনাঞ্চলে লুকিয়ে পড়ে।

পানপট্টির এক আড়ৎদার বলেন, “আমাদের বাজারে নিষেধাজ্ঞার সময় ইলিশ বিক্রি হয় না। তবে কিছু জেলে গোপনে মাছ ধরছে, সেটা অস্বীকার করা যায় না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করাও ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে দালালদের কঠোর নজরদারি থাকে।

গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অভিযানে প্রায় দেড় লাখ মিটার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এসময় তিনটি ট্রলার জব্দ ও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি। তবে লোকবল ও নৌযান সংকটের কারণে সব জায়গায় অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবুও আমরা চেষ্টা করছি যেন কেউ আইন ভঙ্গ করতে না পারে।”

স্থানীয়রা জানান, প্রশাসন যদি নিয়মিতভাবে নজরদারি জোরদার করে এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, তবেই মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন