শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে ডোবা থেকে ২য় শ্রণির শিক্ষার্থী লাশ উদ্ধার

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম
বাউফলে ডোবা থেকে ২য় শ্রণির শিক্ষার্থী লাশ উদ্ধার
expand
বাউফলে ডোবা থেকে ২য় শ্রণির শিক্ষার্থী লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত নাহিদ মৃধা কাছিপাড়া ইউপির উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মাতার নাম সালমা বেগম। নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ই অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম এলাকাসহ সকল আত্মীয় স্বজনদের কাছে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। রবিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকার স্থানীয় কয়েকজন লাশটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপরে উঠায়। শিশু নাহিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন