

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের মতবিনিময় সভায় দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চিন্তা ও মানসিকতার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি, ঘুষ ও ক্ষমতার লোভ থেকে দেশকে মুক্ত করতে হবে।”
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “কিছুদিন আগে আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা ঐক্যবদ্ধ কি না। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ। এরপর সেই ক্ষমতালোভী গোষ্ঠী পিছু হটে।”
নূরুল হক নূর বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দুর্নীতিমুক্ত দেশ গড়ব। ঘুষ রোধে চাইলে সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ বা তিনগুণ করা যেতে পারে, কিন্তু দুর্নীতি চলতে দেওয়া যাবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ব্যবস্থার আমূল পরিবর্তনের।”
চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের বেতন হতে হবে সর্বোচ্চ। শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি।”
নির্বাচন সংস্কার নিয়ে তিনি আরও বলেন, “এখন আর সেই দিন নেই—দিনের ভোট রাতে হবে, চেয়ারম্যান-মেম্বার মারা নেওয়া হবে—এখন মানুষ জেগে উঠেছে। জনগণই হবে দেশের মালিক।”
গলাচিপা ব্রিজ নির্মাণ প্রসঙ্গে নূর জানান, “ব্রিজের রিটেন্ডার সম্পন্ন হয়েছে। আমি মন্ত্রণালয়ে গিয়ে বলেছি—আগামী জাতীয় নির্বাচনের আগেই গলাচিপা ব্রিজের কাজ শুরু করতে হবে।”
তিনি আরও বলেন, “গলাচিপা-দশমিনার মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। এই অবহেলিত জনপদকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা আহ্বায়ক লিয়ার হোসেন, বাউফল উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশাল জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে নূরুল হক নূর দশমিনা সদর, ঠাকুরবাজার, আরজবাগী ও উলানিয়া এলাকায় পথসভায় অংশ নেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
