শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম
আসামী রমেশ মাঝি।
expand
আসামী রমেশ মাঝি।

পটুয়াখালীর বাউফলে শাহ আলম হত্যা মামলার অন্যতম আসামী রমেশ মাঝি (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে পটুয়াখালীর মৌকরন বাজার এলাকা থেকে র‍্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার রাশেদ আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ আলমের ছাগল গোবিন্দ ঘরামীর জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহ আলম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে আসামীরা পলাতক ছিলেন ।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন