শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক ভাড়া করে তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ডাকাতি করতো বলে জানিয়েছে পুলিশ।

এসময় ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাকসহ নগদ অর্থ ও বিভিন্ন আলামত জব্দ করা হয়।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ট্রাক ভাড়া নিয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. হারুন, মো. মনির হাওলাদার, মো. জাহাঙ্গীর আলম, আ. রাজ্জাক, মো. মোস্তফা হাওলাদার, মো. সুমন তালুকদার, মো. ওয়াসিম ও মো. রনি চৌকিদার।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে পূর্বেও তারা বিভিন্ন জেলায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল।

জেলা পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের কর্মকর্তারা বলেন, আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন