শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
দুর্ঘটনাকবলিত পিকনিকের গাড়ি ও বাস
expand
দুর্ঘটনাকবলিত পিকনিকের গাড়ি ও বাস

পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় র‍্যাব সদস্যদের বহনকারী গাড়ি ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর সদস্যরা একটি মাইক্রোবাসে করে বরিশাল থেকে কুয়াকাটা বেড়াতে যাচ্ছিলেন। অপরদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের সবাই র‍্যাব সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না রহমান জানান, “দুর্ঘটনায় আহত ২০ থেকে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন