শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় সুপারি গাছ থেকে পড়ে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে মো. বায়েজিত মুনতাহা হাওলাদার (১২) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বায়েজিত ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শফিক হাওলাদারের একমাত্র সন্তান এবং ২২নং মধ্যগুলি আউলিয়াপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে দুপুরে খাবার খেয়ে বায়েজিত স্কুল মাঠে খেলতে যায়। বিকেল সাড়ে চারটার দিকে পাশের বাড়ির নিলুফা বেগম নামের এক নারী তাকে সুপারি পারার জন্য নিজের বাড়িতে ডেকে নেয়। গাছের মাথায় উঠে সুপারি ধরার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিতের চাচাতো ভাই শিবলু বলেন, “আমার ভাইয়ের মা দুই বছর আগে মারা গেছে। আজ জানতে পারলাম, এক মহিলা টাকার প্রলোভন দেখিয়ে তাকে গাছে উঠায়। ছোট একটা বাচ্চাকে এমন বিপজ্জনক কাজে ওঠানোটা ঠিক হয়নি।”

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলমান।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন