

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকাসক্ত এক যুবকের বেপরোয়া হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার কিছু আগে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে। হঠাৎ এ ঘটনা ঘটায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত শিশু সাফায়েত (৮) জামাল বেপারীর ছেলে। আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগা ফেরিঘাটে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন— মরিয়ম (২৮), তার ছেলে মুহিত হাসান (৮), নাসিমা (৩২), বাবুল (৪৭) ও আরও দুজন স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে নাসিমা ও বাবুল বর্তমানে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত যুবক সবুজ মৃধা (আবু মৃধার ছেলে) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হঠাৎ দা ও লাঠি নিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তি গুরুতর জখম হন।
আহতদের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে সবুজ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে একটি উঁচু গাছে উঠে যায়। প্রায় চার ঘণ্টা ধরে সে গাছের মাথায় অবস্থান করে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ১০টার দিকে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আটক করে।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাহুল বিন হালিম জানান, গুরুতর আহত তিনজনের মধ্যে দুই শিশু ও এক নারীর অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে এক শিশুর মৃত্যু ঘটে পথে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আলীম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিরাপত্তা নিশ্চিত করে হামলাকারী সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
