

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এইচএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ ফলাফলে পঞ্চগড় জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।
যে তিনটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেগুলো হলো, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। জানা গেছে, এগুলোর কোনোটিই এখনো এমপিওভুক্ত নয়।
তথ্য অনুসারে, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১২ জন পরীক্ষার্থী ছিল, তবে তাদের মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র ১ জন এবং আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে ৪ জন পরীক্ষায় অংশ নিলেও ২ জন পরীক্ষায় বসেনি।
মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ জানান, আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত নয়, শিক্ষক সংকট দীর্ঘদিনের। এ কারণে একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেনি।
বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ভর্তির পর বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, ফলে কেউ পাস করতে পারেনি।
অন্যদিকে, আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, আমাদের চারজন পরীক্ষার্থীর মধ্যে দুজন পরীক্ষায় অংশ নিয়েছিল। আমরা মনে করি, তাদের পাস করা উচিত ছিল। তাই ফলাফল পুনঃনিরীক্ষার (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করা হবে।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হবে। ব্যর্থতার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    