রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ডিসির হুশিয়ারী, দুটি ভাটা উচ্ছেদ 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
ইট ভাটা উচ্ছেদ
expand
ইট ভাটা উচ্ছেদ

পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পরিচালিত ইটভাটা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস এবং বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান চলাকালে ভাটার চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জ্বালানো আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়-এর সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পঞ্চগড়, আনসার ব্যাটেলিয়ন, পঞ্চগড় এবং জেলা পুলিশ, পঞ্চগড়-এর চৌকস সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে জানা যায়৷

এদিকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান তার ফেসবুক পোস্টে বলেন,ব্যবসায়ীদের বলবো, অবৈধ ইটভাটায় বিনিয়োগ করবেন না। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতি নিয়ে ইটভাটা পরিচালনা করুন। কোনো প্রলোভন বা হুমকিতে আমি বিন্দুমাত্র বিচলিত হই না।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সকল অবৈধ ইটভাটার তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে স্কুলের আশপাশে অবস্থিত ইটভাটাগুলো উচ্ছেদ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে পঞ্চগড় জেলার সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসক অবৈধ ইটভাটার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, যারা যে পর্যায়ে কাজ করছেন, অবিলম্বে তা বন্ধ করুন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যোগদানের আগেই এসব অবৈধ ইটভাটায় ইট তৈরির কাজ সম্পন্ন হওয়ায় আগুন দেওয়ার পর উচ্ছেদ করতে হয়েছে। তবে আগামী মৌসুমের শুরুতেই কোনো অবস্থাতেই অবৈধ ইটভাটা চালু করতে দেওয়া হবে না।

জেলা প্রশাসনের এ অভিযানে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X