শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজ দক্ষতা ও সততায় দেশকে এগিয়ে নিতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম
expand
নিজ দক্ষতা ও সততায় দেশকে এগিয়ে নিতে হবে: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন এই দেশ আমাদের তাই দেশ গঠনে দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিক এর সমান দায়িত্ব, কর্মক্ষেত্রে নিজ নিজ দক্ষতার ও সততার প্রমান করতে হবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ) পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইজ্ঞিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে আইডিইবি ও অবসরপ্রাপ্ত এলজিইডি উপজেলা প্রববীন সদস্য প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন দেশ গঠনে প্রকৌশলীদের যথেষ্ট ভূমিকা রয়েছে আমি বিশ্বাস করি এই প্রকৌশলীরাই আগামী দিনের দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি এডওয়ার্ড কলেজ এর সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, ডিইএব, পাবনা জেলা কমিটির সদস্য সচিব প্রকৌ: তানজিল আবেদীন, নবগঠিত কমিটির সভাপতি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর মো: মহসীন আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ দেলওয়ার হোসেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন