শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
মালিকবিহীন অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
expand
মালিকবিহীন অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নেত্রকোণা সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীনস্থ বারমারী বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় সীমান্ত মেইন পিলার ১১৬২ হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকায়। টহল দলটি সেখানে মালিকবিহীন অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন