শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই: এটিএম আব্দুল বারী ড্যানী

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
এটিএম আব্দুল বারী ড্যানী
expand
এটিএম আব্দুল বারী ড্যানী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

শনিবার বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড্যানী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। তিনি আরও বলেন, “এই দফাগুলো বাস্তবায়ন হলে নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও এগিয়ে যাবে, নিরাপদ জীবনযাপন করবে, আর দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি মাথা তুলতে পারবে না।”

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের দোসররা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।

নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। সেই পথ ধরেই আজও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট পাকা করা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন