

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণায় আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ মো. মনু মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (পশ্চিম)।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পূর্বধলা উপজেলার আতুকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশের কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনু মিয়ার কাছ থেকে ৩৩ ব্যাগে মোড়ানো মোট ৬৩ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল SEAGRAM’S, ROYAL STAG ও DELUXE WHISKY ব্র্যান্ডের বোতল। এসব মদের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা বলে জানান তিনি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
