শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পিএম
নেত্রকোণায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। ছবি: এনপিবি
expand
নেত্রকোণায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। ছবি: এনপিবি

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান পলক, রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজীব মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু রংপুর বিভাগের মানুষের নয়, বরং সমগ্র দেশের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে তিস্তা নদীর দুই তীরের মানুষ নদীভাঙন, খরা ও বন্যার মতো সমস্যায় ভুগছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশে আমূল পরিবর্তন আসবে।

তাঁরা আরও বলেন, নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন