

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের পুখলগাও গ্রামে নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজন উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চা স্টলের দোকান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পুখলগাও গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৯ অক্টোবর (রবিবার) সকালে প্রতিদিনের মতো দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজন। এরপর থেকে তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে পুকুরে লাশটি দেখতে পান স্থানীয়রা।
রাজনের ভাই নাসিম মিয়া বলেন, দুই দিন ধরে খোঁজ করছিলাম। কেউ কোনো খবর দিতে পারেনি। আজ পুকুরে ভাইয়ের লাশ দেখে আমরা হতভম্ব।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
