বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু
expand
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের সিংড়ার নিঙ্গুইন এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিজান বাবু (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিজান বাবু বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আতাইল গোহাইল গ্রামের সোহেল রানা’র ছেলে। তিনি সিংড়া চাঁদপুরের দমদমা পাইলট ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত দুইজনকে রামেকে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে; তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন