শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ভিশনে ঘরে বসেই আসবে ডলার: দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু
expand
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “তারেক রহমান এবার এমন এক ভিশন ও কর্মসূচি ঘোষণা করবেন, যাতে ঘরে বসেই মানুষ ডলার ও পাউন্ড ইনকাম করতে পারবে।

তাঁর নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে পরিচালিত হবে নতুন রাষ্ট্র কাঠামো—যা গড়ে তুলবে এক আধুনিক বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ অর্থনৈতিকভাবে সব ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। এজন্য ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই।”

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ৩ নম্বর দিঘাপতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ ও শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিমসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন