

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পরে মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকার আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলো। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তারা বলেন,আকাশ বুধবার রাতে সোহাগকে বালু আনলোড কাজের কথা বলে ডেকে নিয়ে আসে।আকাশ বাড়িতে গেলেও সোহাগ বাড়িতে ফিরেননি। সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই তার বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান,পুলিশ মরদেহ উদ্ধার করেছেন, সোহাগের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করলে আকাশের বাবা মা বোন তিনজনকে জিজ্ঞাসাবাদ জন্য থানায় আনা হয়েছে।তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থায় নেওয়া হবে।
মন্তব্য করুন
