শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বিক্ষোভে নাটোরের দুই স্কুলে পরীক্ষা স্থগিত

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
নাটোরের দুই স্কুলে পরীক্ষা স্থগিত
expand
নাটোরের দুই স্কুলে পরীক্ষা স্থগিত

৪ দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করে চলমান বার্ষিক পরীক্ষা নেয়ার ঘোষণা দিলেও পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

তাদের আন্দোলনের মুখে আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ মধ্যরাতে নোটিশে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়ে আজ সকাল ৯টা থেকে যথারীতি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়।

সে অনুযায়ী সকাল ৯টার আগেই সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে পরীক্ষা বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকে।

পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে আজকের পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ জানানো হবে বলে জানান কর্তৃপক্ষ। সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, নতুন তারিখ নোটিশের মাধ্যমে প্রচার করা হবে।

এদিকে এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান ও পদোন্নতি সহ ৪ দফা দাবিতে চলমান আন্দোলনের পর শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X