বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
expand
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আংশিক কর্মবিরতি এবং বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষনা দেন।

বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ এবং দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর না হওয়ায় পেশাগত উন্নতি ও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

বক্তারা আরও জানান, স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অন্যান্য ক্যাডার ও পেশার তুলনায় তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বিএমটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ইউনিটের বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষানবীশরা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X