শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আযানের সময় বক্তব্য থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরা মরজাল ইউনিয়নে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য চলাকালীন মাগরিবের আযান শুরু হলে বক্তব্য থামাতে বলা হলে রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব রেগে যান।

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, আযান শোনার পর নেতাকর্মীরা হাবিবকে সংযত করার চেষ্টা করলেও তিনি ক্ষুব্ধ হয়ে বক্তব্য থামানোর বিষয়ে প্রতিক্রিয়া দেন।

পরে আযান ও নামাজ শেষ হলে তিনি সাংবাদিকদের বলেন, “আমার বক্তব্যের একটি লাইন বাদ দিতে হবে, দুঃখিত, আমরাও মুসলিম পরিবারে জন্মেছি।”

সভায় মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

এছাড়া রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী ভূইয়া, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন